মোবাইল উৎপাদনে কর সুবিধা থাকছে আরও দুবছর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৬ জুন ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত উপকরণের করমুক্ত আমদানি সুবিধা থাকছে আরও দুই বছর। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তা দিতে এ সুবিধা বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেটে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার লক্ষ্যে জারি করা বিদ্যমান প্রজ্ঞাপনের কার্যকারিতার মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ওই প্রজ্ঞাপনের কার্যকারিতার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশে বর্তমানে ১৭টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করছে। দেশে যে পরিমাণ চাহিদা, তার প্রায় ৯০ শতাংশই এ উৎপাদনকারীরা মেটাতে পারেন বলে দাবি তাদের।

২০১৭ সালে উৎপাদনের অনুমোদন পাওয়ার পর থেকে শুরুতে ভালো অবস্থা থাকলেও এখন উৎপাদন কমতির দিকে। এ নিয়ে উৎপাদকরা কিছুটা হতাশ।তবে মোবাইল ফোন উৎপাদনের উপকরণ করমুক্ত আমদানি সুবিধা আরও দুই বছর বহাল থাকায় দেশীয় উৎপাদনকারীরা খুশি। তাদের প্রত্যাশা- এ সুবিধা নিয়ে আগামী দুই বছরে দেশীয় উৎপাদকরা মোবাইল ফোনের উৎপাদন বাড়াতে পারবেন। এতে দেশের চাহিদা মিটিয়ে দেশীয় মোবাইল ফোন রপ্তানি বাড়ানো সম্ভব হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী- চলতি বছরের মার্চে দেশে টুজি মোবাইল ফোন উৎপাদিত হয়েছে ১১ লাখ ৬৪ হাজার। ফোরজি মোবাইল ফোন ৮ লাখ ৩২ হাজার এবং ফাইভজি ৩৯ হাজার। মোট উৎপাদিত মোবাইল ফোনের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার। এরমধ্যে ফিচার ফোন (টুজি) বেশি, শতাংশের হিসাবে যা ৫৭ দশমিক ১৮ শতাংশ। বাকি ৪২ দশমিক ৮২ শতাংশ স্মার্ট ফোন।

এএএইচ/এমএএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।