বরাদ্দ কমছে বিদ্যুৎ-জ্বালানিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৬ জুন ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে এটি দেশের ৫৩তম বাজেট।

সরকারের এই বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বরাদ্দ কমেছে। বাজেটে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৪ হাজার ৬৮৬ কোটি টাকা। একই অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ২৮ হাজার ১৯০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৩০ হাজার ১৭৫ কোটি টাকা। সেই হিসাবে নতুন অর্থবছরের জন্য ৪ হাজার ৫১১ কোটি টাকা কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের ১৩.২ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও এবার এ খাতে ১১.৪ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

এনএস/এমএইচআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।