শ্রম প্রতিমন্ত্রী

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৫ মে ২০২৪

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হওয়ার আগেই পোশাকসহ অন্যান্য খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে। বুধবার সাংবাদিকদের এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। এর আগে রাজধানীতে শ্রম ভবনে ১৮তম সভা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদের ছুটি যাতে দীর্ঘ ও স্বস্তিদায়ক হয়, এ বিষয়ে মালিক এবং শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানাগুলো লে-অফ করতে পারবে না।

আরও পড়ুন: 

ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ হবে না উল্লেখ করে তিনি বলেন, পোশাক শ্রমিকদের জন্য কী পদ্ধতিতে রেশনিং ব্যবস্থা চালু করা হবে সে ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, বিজিএমইএ’র প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নূর কুতুব আলাম মান্নান, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের নেতা সিরাজুল ইসলাম রনিসহ মালিক ও শ্রমিক পক্ষের অন্যান্য নেতারা।

আইএইচও/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।