উন্মুক্ত দরপত্র ছাড়াই মশার ওষুধ কিনতে পারবে ডিএসসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৮ মে ২০২৪

উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে মশার ওষুধ ক্রয় ও আমদানি করতে পারবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ডিএনসিসিকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কীটনাশক ক্রয়/আমদানির নীতিগত অনুমোদ দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণে ১৮৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিঠির বৈঠকে মশা নিয়ন্ত্রণ কর্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ডিএনসিসি সরাসরি ক্রয় পদ্ধতিতে কীটনাশক ক্রয়/আমদানির প্রস্তাব নিয়ে আসা হয়। সভায় আলোচনার মাধ্যমে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের (নং-ডব্লিউপি-এইচইডি-বিসিপিএস-১) আওতায় তিনটি বেইজমেন্টসহ এক হাজার ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম ও ১২ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবনের পূর্ত, অভ্যন্তরীণ স্যানিটানি, বৈদ্যুতিক এবং বহিঃবৈদ্যুতিক কাজের ক্রয় প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে।

এ বিষয়ে সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, এ ক্ষেত্রে মোট ব্যয় হবে ১৮৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। ময়মনসিংহের এইচএসএল-এমএসই (জেভি)-এ কাজ পেয়েছে। মন্ত্রিসভা কমিটিতে এ প্রস্তাটি নিয়ে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমএএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।