আশকোনায় ‘ডেইলি শপিং’ এর নতুন আউটলেট


প্রকাশিত: ১১:২২ এএম, ১৯ এপ্রিল ২০১৬

নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর দক্ষিণখানের আশকোনায় আরো একটি আউটলেট চালু করেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং।

সম্প্রতি আশকোনার হাজি ক্যাম্প রোডে নতুন এ আউটলেটটি উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিংয়ের প্রধান খান সালেহ্ মাহমুদ।

চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ ও প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যাবে আশকোনার বিক্রয় কেন্দ্রটিতে।

ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ডেইলি শপিংয়ে ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের সুযোগ। এছাড়া ডেইলি শপিংয়ে রয়েছে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।

তিনি জানান, দেশের সব জায়গায় ক্রেতাদের মডার্ন ট্রেডের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডেইলি শপিং। শিগগিরই মিরপুর-৭ ও পিলখানা বিজিবি গেট-১ এ ডেইলি শপিংয়ের আরো দুটি বিপণী কেন্দ্র চালু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইট অ্যাকুইজিশন ম্যানেজার জহিরুল ইসলাম, অপারেশন ম্যানেজার সাইদুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার প্রমুখ।  

উল্লেখ্য, রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, ও মধুবাগে ডেইলি শপিংয়ের ৩০টি আউটলেট চালু রয়েছে।   

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।