ব্যয় ৩২ কোটি

বিশ্বজুড়ে সুনাম ছড়িয়ে দিতে জামদানি ভিলেজ প্রকল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

জামদানি শাড়ি বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব। দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে এর সুনাম। এরই মধ্যে বাংলাদেশের ভৌগলিক নির্দেশক তথা জিআই পণ্যের স্বীকৃতিও পেয়েছে জামদানি শাড়ি। এ শাড়ির ঐতিহ্য বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। এ জন্য জামদানি ভিলেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় ৩২ কোটি ৫০ লাখ টাকা। এরই মধেই প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনা পাঠিয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড।

পরিকল্পনা কমিশন জানায় ‘জামদানি ভিলেজ স্থাপন’ প্রকল্পটির মাধ্যমে এ শাড়ি নিয়ে গবেষণা করা হবে। গবেষণার পাশাপাশি উৎপাদিত জামদানি পণ্যের বাজারজাতকরণ, সরবরাহ ব্যবস্থাপনা ও ক্রেতাদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করাও এ প্রকল্পের লক্ষ্য। একই সঙ্গে পরিবর্তিত বাজারে ভোক্তা চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে নতুন নতুন নকশা উদ্ভাবনও প্রকল্পটি হাতে নেওয়ার অন্যতম কারণ।

চলমান প্রকল্পটি জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়।

এমওএস/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।