সালমান এফ রহমান

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ইউরোপের দেশ আয়ারল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ। এ প্রস্তাবে খুশি আয়ারল্যান্ড। দেশটি বাংলাদেশের পর্যটন, এভিয়েশনসহ নানা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কভেনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালমান ফজলুর রহমান বলেন, ‘আয়ারল্যান্ড বাংলাদেশে অনেক বিনিয়োগ করতে চায়। কোথায় কোথায় করতে পারে সেটা বুঝতে চায়। দেখতে চায়। আমরা তাদের বলেছি তোমাদের আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবো। আয়ারল্যান্ডের বড় কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে পারবে। এটাতে তারা জানিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে। খুব শিগগির সেটা করা হবে। তারপর দেশের ব্যবসায়ী, মন্ত্রীদের নিয়ে একটা ডেলিগেশন আয়ারল্যান্ডে যাবে। ভবিষ্যতে আয়ারল্যান্ডের সঙ্গে বাণিজ্য বাড়বে, এটার অনেক সুযোগ আছে।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আজকে প্রথম আমাদের দেখা হলো। তাদের মূল মেসেজ হলো আমাদের সঙ্গে একটা সম্পর্ক করা। তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। কাতার, জেদ্দা, দুবাই বিমানবন্দরে আইরিশ কোম্পানি হ্যান্ডেলিং করে। তারা বাংলাদেশের পর্যটনে আগ্রহী। তারা বলছে, তোমরা কক্সবাজার, কুয়াকাটার উন্নয়ন করছো, থার্ড টার্মিনাল করছো, পর্যটনে দু’দেশের কোম্পানি বিনিয়োগ করতে পারবে। বেজা থেকে তিনটা ট্যুরিজম জোন সম্পর্কে উনাদের অবহিত করেছে।

গত ১৫ বছরে বাংলাদেশের মতো আয়ারল্যান্ডে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন ‘গত ১৫ বছরে যেমন আমাদের উন্নতি হয়েছে, আয়ারল্যান্ডেও উন্নতি হয়েছে। তারা ইউরোপের সবচেয়ে গরিব দেশ ছিল, এখন তারা সবচেয়ে ধনী দেশ। এ ১৫ বছরে তাদের পরিবর্তন হয়েছে। তারা কীভাবে এটা করলো, জানতে চাইলে আমাকে জানালো, আমাদের যেমন বেজা ও বিডা আছে তাদেরও এন্টারপ্রাইজ আয়ারল্যান্ড ও আইডিয়া আয়ারল্যান্ড অথরিটি। এ দুটির মাধ্যমে বিশ্বে মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলোকে নিয়ে আসতে পেরেছে। তারা কীভাবে এত বিনিয়োগ আকৃষ্ট করলো সেটা আমাদের জানাতে চায়। এ লার্নিং এক্সপেরিয়েন্স অর্জন করতে আমরা বিডা-বেজা থেকে আয়ারল্যান্ডে টিম পাঠাতে পারি।

আয়ারল্যান্ডের ৮০ শতাংশ কর মাল্টি-ন্যাশনাল কোম্পানি থেকে আসে জানিয়ে এ উপদেষ্টা বলেন, ওরা পারলে আমরা কেন পারবো না। ব্যবসায়ের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আমাদের এনবিআর, কাস্টমস সম্পর্কে অনেক সমস্যার কথা বলেন ব্যবসায়ীরা। সমস্যা থাকবে সেটা সমাধান করতে হবে। তারা কীভাবে পেরেছে এটা শিখতে পারলে আমরাও পারবো।

আয়ারল্যান্ডের মন্ত্রী সাইমন কভেনি বলেন, ব্যবসায় সহযোগিতার অনেক সুযোগ আছে এখানে। এখানে আমরা কাউন্সিল অফিস খুলেছি। প্রযুক্তি, এভিয়েশন, এআই, এসব খাতে পরস্পরের যোগাযোগের সুযোগ রয়েছে। বাংলাদেশে আয়ারল্যান্ডের অনেক কোম্পানি রয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে চাই।

এসএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।