লেবু-শসার বাড়তি দর, জরিমানা গুনলো ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১১ মার্চ ২০২৪

সারাদেশের মতো চট্টগ্রামেও রোজা শুরুর আগে হঠাৎ বেড়েছে লেবু-শসার দাম। খবর পেয়ে অভিযানে নেমে এক আড়তদার ও তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ মার্চ) নগরের রিয়াজউদ্দীন বাজার এলাকায় অভিযান চালান অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। এসময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

অভিযানে দেখা যায়, যে লেবু আগে ৫ টাকায় বিক্রি হয়েছে সেই লেবু এখন আড়তদাররা ১২-১৪ টাকায় বিক্রি করছেন। এমনকি তারা ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করছেন না। এছাড়া মূল্য তালিকাও নেই।

আরও পড়ুন: পাঁচ টাকার লেবু ১৩ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার

ফয়েজ উল্লাহ বলেন, লেবুর দাম বেশি রাখায় মাসুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে শসা বিক্রির দায়ে মিতালী বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা ও বিছমিল্লাহ্ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে সকালে মেম্বার বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এএজেড/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।