পাঁচ টাকার লেবু ১৩ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১১ মার্চ ২০২৪

রমজান মাসকে ঘিরে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। পাঁচ টাকার লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকায়।

অতিরিক্ত দাম নেওয়ায় নগরের এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন

সোমবার (১১ মার্চ) সকালে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। এসময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

ফয়েজ উল্লাহ বলেন, মেম্বার বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই। তাই সুযোগ বুঝে একেক সময় একেক দামে লেবু বিক্রি করছিল। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানকে।

এএজেড/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।