‘নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার বিষয়ে ডিসিদের দৃষ্টি আকর্ষণ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৪ মার্চ ২০২৪

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে ১১টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া আছে, সে বিষয়ে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

সোমবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টায় ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিসিদের জন্য আপনাদের কোনো নির্দেশনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃচ্ছ্রসাধনের বিষয়টি ডিসিদের আগেই বলা হয়েছে। জেলা প্রশাসকদের সম্মেলনে আজ সার্বিক বিষয়ে কথা বললাম। প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে তারাই কাজ করেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে ১১টি অগ্রাধিকার দেওয়া আছে, সে বিষয়েও তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সে অগ্রাধিকারের যে নির্দেশনা আছে সে বিষয়ে কথাগুলো উল্লেখ করা হয়েছে।

আইএইচআর/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।