ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন চলছে


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। এর আগে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন হয়েছে দেশের শেয়ারবাজারে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে ।

ডিএস ৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করছে। এসময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৭২ কোটি ৪ লাখ টাকা।
 
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৯টির দাম বেড়েছে, কমেছে ১০০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেলা ১২টায় সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১২১ পয়েন্টে। সিএসইতে মোট ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৬ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।