বাণিজ্যমেলা

ইরানি মেলামাইন নজর কাড়ছে ক্রেতাদের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

শেষ সময়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। এবারের মেলায় বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে শোভা পেয়েছে নানা ধরণের পণ্যসামগ্রী। এইসব পণ্যে দেওয়া হয়েছে আকর্ষণীয় নানা অফার। অন্যান্যবারের মতো এবারও ইরানি মেলামাইনে চলছে বিশেষ ছাড়। সুন্দর ডিজাইনের এসব মেলামাইন পণ্যে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

জানা যায়, মেলা উপলক্ষে ইরানি মেলামাইনের নানা পণ্যে ১০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। এগুলোর মধ্যে ছাড় দিয়ে রাইস বোল ৬০০ টাকা, মিট বোল ৩৬০ টাকা, রোস্ট বোল ৩৪০ টাকা, চামচ ৯০ টাকা, প্লেট ২০০ টাকা, পিরিচ ৭০ টাকা, ছোট বাটি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ইরানি মেলামাইন নজর কাড়ছে ক্রেতাদের

আয়েশা আক্তার নামের এক ক্রেতা বলেন, অন্যান্য মেলামাইন পণ্যের তুলনায় ইরানি মেলামাইনগুলোর ডিজাইন আকর্ষণীয়। পাশাপাশি দামও কিছুটা কম। এ কারণে বাসার জন্য কয়েকটি মেলামাইনের পণ্য কিনে নিয়ে যাচ্ছি।

প্যাভিলিয়নটির ইনচার্জ আল আমিন হোসেন বলেন, বিভিন্ন কারণে গতবারের তুলনায় এবার বেচাবিক্রি কম হয়েছে। ছাড় দিয়েও আমরা আশানুরূপ লাভবান হতে পারি নি। যদি মেলার সময় কিছুদিন বাড়ানো হতো তাহলে আমরা আরও বেচাবিক্রি করার সুযোগ পেতাম।

মেলার পরিচালক বিবেক সরকার বলেন, প্রতিনিয়ত মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম বেড়েই চলছে। আশা করছি, গতবারের তুলনায় এবার রেকর্ডসংখ্যক মানুষের সমাগম ঘটবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

ইরানি মেলামাইন নজর কাড়ছে ক্রেতাদের

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হচ্ছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।