বাণিজ্যমেলায় হোমটেক্সের পণ্যে বিশেষ ছাড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকার পূর্বাচল শহরে তৃতীয়বারের মতো চলছে ঢাকা আন্তজার্তিক বাণিজ্যমেলা। ২৮তম আসরের এ মেলার বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে শোভা পেয়েছে নানা ধরনের পণ্য। তবে, সবকিছু ছাপিয়ে মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীর নজর কাড়ছে রং-বেরঙের বেডশিটে। ফলে মেলায় প্রবেশ করেই ক্রেতারা ভিড় করছেন বেডশিটের প্যাভিলিয়নে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এক্সক্লুসিভ হোমটেক্সের প্যাভিলিয়নে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মেলা উপলক্ষে এ প্যাভিলিয়নের বেডশিট থেকে শুরু করে বিভিন্ন পণ্য ১০০-৩০০ টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। এগুলোর মধ্যে বেডশিট ১০০ টাকা ছাড় দিয়ে ১ হাজার ৩৫০ টাকা, বেড কাভার ২৫০ টাকা ছাড় দিয়ে ২ হাজার ৬০০ টাকা, কাঁথা ২০০ টাকা ছাড় দিয়ে ২ হাজার ২৫০ টাকা, এক্সক্লুসিভ বেডশিট ২০০ টাকা ছাড় দিয়ে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

শাহরিয়ার হোসেন নামে এক ক্রেতা বলেন, প্রতিবছর মেলায় এলেই ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়। এবার এসেও বাসার জন্য তিনটি বেডশিট কিনেছি।

হালিমা আক্তার নামে আরেক ক্রেতা বলেন, এ প্যাভিলিয়নের সব পণ্যই আমার খুব ভালো লাগে। গতবারও এখান থেকে কয়েকটি বেডশিট কিনেছিলাম। বেডশিটগুলো সুন্দর ও উন্নতমানের।

প্যাভিলিয়নটির ইনচার্জ মো. শাহীন বলেন, যেকোনো মেলাতেই আমাদের পণ্যে বিশেষ ছাড়ে বিক্রি করি। এবার আমাদের বেচাবিক্রি ভালোই। তবে গতবারের তুলনায় কিছুটা কম। এর কারণ হিসেবে তিনি বলেন, দেরি করে এবারের বাণিজ্যমেলা শুরু হওয়ায় এবং বইমেলাও শুরু হয়ে যাওয়ায় মেলায় ক্রেতা সমাগম কিছুটা কমেছে।

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ দিয়েছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিশিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাতপণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্ত-শিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্যমেলায় প্রদর্শিত হবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।