জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ শতাংশ


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৫ এপ্রিল ২০১৬

চলতি অর্থবছরে (২০১৫-১৬) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৫ শতাংশে। মঙ্গলবার এনইসি সভায় প্রাক্কলিত এ হার তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর ফলে দেশে মাথাপিছু আয় সাত শতাংশের ঘরে গেল। বাংলাদেশ এই প্রথম ৭ শতাংশের ঘরে প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে। স্বাধীনতার পর এটিই প্রথম। গত এক দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে ঘুরপাক খাচ্ছে।

২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ০৫ শতাংশে দাঁড়াবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত ৯ মাসের সূচক পর্যালোচনা করে এই হার প্রাক্কলন করেছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিস্তারিত জানান।

বৈঠকে জিডিপি প্রবৃদ্ধির নতুন মাইল ফলকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা জিডিপি প্রবৃদ্ধিতে নতুন রেকর্ড করতে যাচ্ছি। যা এ যাবত কালের সর্বোচ্চ।

তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে শিল্প, সেবা ও কৃষিখাতের তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে এ পূর্বাভাস করা যায়। তবে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে আগামী নভেম্বরে। গত অর্থবছরে দেশে জিডিপিতে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫১ শতাংশ।

চলতি অর্থবছরের পূর্বাভাসে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, শিল্প ও সেবা খাতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে কৃষিখাত পিছিয়ে থাকলেও বিগত অর্থ বছরের তুলনায় এ বছর কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের ভালো দাম পেয়েছেন।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।