এবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

এবারও সেরা করদাতা হয়েছেন মো. কাউছ মিয়া। ২০২২-২৩ করবর্ষে ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা হন তিনি।

এ নিয়ে টানা ১৫ বছর সেরা করদাতা হলেন এ ব্যবসায়ী। কাউছ মিয়া হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে গত বছর ‘সিনিয়র সিটিজেন’ ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিলেন মো. কাউছ মিয়া। ১৯৫৮ সাল থেকে কর দেওয়া শুরু করেন তিনি।

ব্যবসায়ী ক্যাটাগরিতে কাউস মিয়ার সঙ্গে সেরা করদাতা হয়েছেন গাজী গোলাম মোর্তজা, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম ও এসএম মাহবুবুল আলম।

এবার মোট ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে এনবিআর।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।