আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ


প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

পণ্য আমদানিতে ভারতের আপত্তি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে আমদানি-রফতানি কার্যক্রম। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারত চাইছে বন্দর দিয়ে ১০ চাকার ট্রাক ব্যবহার করে পণ্য আমদানি করতে অপরদিকে আখাউড়া ট্রাক শ্রমিক চায় ছয় চাকার ট্রাকে পণ্য সরবরাহ করতে।

এ নিয়ে ট্রাক শ্রমিকদের সঙ্গে ভারতীয় আমদানিকারদের দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে রোববার সকালে পাথর বোঝাই দু’টি ১০ চাকার ট্রাক উপজেলার গাজীর বাজার থেকে ফিরিয়ে দেয় আখাউড়া ট্রাক শ্রমিক ইউনিয়ন। রোববার সকালে ভারতীয় আমদানিকারক ব্যবসায়ীরা পণ্য নিতে অনীহা প্রকাশ করলে দ্বন্দ্ব চরমে ওঠে। কয়েক শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে বন্দরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।