বাংলাদেশকে পোশাকখাতের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে বললো ইইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

বাংলাদেশকে তৈরি পোশাকখাতের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ইইউর পরামর্শ ছিল, আপনারা (বাংলাদেশ) আরএমজি খাতের ওপর অনেকখানি ডিপেন্ডডেন্ট, অন্য সোর্সগুলোতেও চেষ্টা করেন। উৎপাদনে বৈচিত্র্য এলে বাংলাদেশের জন্য যেমন ভালো হবে, তেমনই ইউরোপীয় ইউনিয়নের জন্য ভালো হবে। চীন থেকে ডিপেন্ডডেনসিটা একটু শিফট করতে চাই।

ইইউর সঙ্গে আর কি কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি নিয়ে কথা হয়েছে। এটি নিয়ে এর আগে তারা বিভিন্ন জায়গায় কথা বলেছেন। এগুলো নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পর্যবেক্ষণ নিয়েও কথা হয়েছে। এর বাইরে বাকি কিছু থাকলেও তা নিয়ে কাজ চলছে।

শ্রমিক আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি নিয়ে কোনো আলোচনা ছিল না।

আইএইচআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।