ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস-বাংলা


প্রকাশিত: ০১:৫০ পিএম, ৩০ মার্চ ২০১৬

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৫ মে থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে সেবা চালু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর ডিপার্টমেন্টের ডিজিএম কামরুল হাসান।

তিনি জানান, নেপাল সরকারের সিভিল অ্যাভিয়েশনের অনুমোদন পেয়ে ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে বেসরকারি কোন বাংলাদেশি বিমান পরিবহন সংস্থা কাঠমান্ডু-ঢাকা রুটে চলাচল না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরে ইউএস-বাংলা হবে বাংলাদেশি দ্বিতীয় এয়ারলাইন্স। তবে দিন তারিখ ঠিক হলেও এখনো ভাড়া নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।
 
এর আগে ঢাকা- কাঠমান্ডু রুটে জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ার ওয়েজ ও রিজেন্ট এয়ারওয়েজের চলাচল করতো।
 
আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।