প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার কম্বল দিলো মিডল্যান্ড ব্যাংক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ পিএম, ১০ নভেম্বর ২০২৩

দেশের বিস্তীর্ণ জনপদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার কম্বল দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

শুক্রবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োগিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম এবং পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

আরও পড়ুন: অর্থনীতি ঠিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিডল্যান্ড ব্যাংক এর আগে সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন মানুষদের জন্য জমিসহ ঘরনির্মাণ প্রকল্পে (আশ্রয়ণ প্রজেক্ট-২) এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করে।

শিক্ষাক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদান প্রদান করে মিডল্যান্ড ব্যাংক। এছাড়াও ব্যাংক বছরব্যাপী সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।