১ লাখ টন আলু আমদানির অনুমতি, এসেছে ৭৭ টন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০২ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত তিনদিনে এক লাখ সাত হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতির বিপরীতে দেশে এসেছে ৭৭ টন আলু।

বৃহস্পতিবার (২ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলু আমদানির এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই চড়া আলুর বাজার। এর মধ্যে বেশির ভাগ সময় আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় ছিল, যেখানে সাধারণ মানুষ ২০ থেকে ২৫ টাকায় আলু খেতে অভ্যস্ত। তবে শেষ পর্যন্ত কয়েক দফা দাম বেড়ে খুচরা দোকানে এখন আলু ৬০ টাকা পর্যন্ত উঠেছে।

এ অবস্থায় গত সোমবার (৩০ অক্টোবর) আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। অন্যদিকে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) হিমাগার থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি করতে সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এত উদ্যোগের মধ্যেও এখনো খুচরা বাজারে আলুর দামে কোনো প্রভাব পড়েনি।

আরএমএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।