কর্ণফুলী টানেলে ব্যবহার হচ্ছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস
২৮ অক্টোবর চালু হচ্ছে দেশের সর্বপ্রথম টানেল। কর্ণফুলী টানেল বন্দরনগরী চট্টগ্রামের ল্যান্ডস্কেপে আনছে বড় পরিবর্তন। রাজধানী ঢাকা থেকে ৫০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে পর্যটননগরী কক্সবাজারের দূরত্ব ১৫ কিলোমিটার কমিয়ে দেবে এবং আনোয়ারাকে বন্দরনগরীর সঙ্গে সংযুক্ত করবে এ টানেল।
টানেল দিয়ে যাত্রীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে টানেলের সুয়ারেজের পানি এবং বৈদ্যুতিক পাইপলাইনের জন্য ব্যবহার করা হয়েছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, যা বর্তমানে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি হচ্ছে।
উন্নতমানের কাঁচামাল দিয়ে তৈরি আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস সব ধরনের স্ট্যান্ডার্ড মেনে প্রস্তুত করা হয়।
কর্ণফুলী টানেল দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে দেবে। দেশি-বিদেশি বিনিয়োগে কয়েক ডজন শিল্প-কারখানা গড়ে উঠছে কর্ণফূলীর দক্ষিণ তীরে। শুধু আনোয়ারা বা কর্ণফুলীই নয়, মিরসরাই থেকে নদীর পাড় ধরে কক্সবাজার পর্যন্ত বিনিয়োগের বিশাল সম্ভাবনা তৈরি হবে।
আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এই টানেলকে কেন্দ্র করে বাণিজ্য নগরী চট্টগ্রামে উন্মোচন হতে যাচ্ছে ব্যবসার নতুন দিগন্ত। অগ্রযাত্রার অংশীদার হতে পেরে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস আজ গর্বিত। বিশ্বের অন্যতম পাইপ অ্যান্ড ফিটিংস কোম্পানির মধ্যে আরএফএল পাইপ দেশের সব মেগা প্রজেক্টের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত। আমরাই প্রথম ইউরোপ-আমেরিকার মতো দেশে পাইপ রপ্তানি করে দেশের রপ্তানিখাতে অবদান রেখেছি, যা অদূর ভবিষ্যতেও এভাবেই দেশীয় শিল্প দেশের উন্নয়নের পথ আরও ত্বরান্বিত করবে।
এমএইচআর/জিকেএস