বেশি দামে আলু-পেঁয়াজ-ডিম বিক্রি, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু, পেঁয়াজ, ডিম বিক্রি করায় সারাদেশে ৯৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের বিভাগ ও জেলা পর্যায়ে ৫২টি বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩৯টি টিম।
এর মধ্যে ঢাকা মহানগরীতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের তিনটি টিম। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সারাদেশে ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়।
এনএইচ/এমএএইচ/জেআইএম