বেশি দামে আলু-পেঁয়াজ-ডিম বিক্রি, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি মূল্যে আলু, পেঁয়াজ, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় সারাদেশে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৪৮টি টিম ৬০টি বাজারে অভিযান পরিচালনা করে।

Vokta2.jpg

ভোক্তা-অধিকার বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৪৬টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

সারাদেশের বিভিন্ন বাজারে এসব অভিযানে ৯৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।