আলু-পেঁয়াজ-ডিমের দাম বেশি রাখায় ১০৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

আলু-পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গুরোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা মানছেন না এসব নির্দেশনা।

ফলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১০৮টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আলু-পেঁয়াজ-ডিমের দাম বেশি রাখায় ১০৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে অধিদপ্তরের ৪৪টি টিম অভিযান পরিচালনা করে। এরমধ্যে ঢাকা মহানগরীতে তিনটি টিম বাজারে অভিযান চলায়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

এনএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।