আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ-ড্রেজিং ব্যয় বাড়লো সাড়ে ১৪ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের ব্যয় প্রায় সাড়ে ১৪ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৩৮১ কোটি ৬১ লাখ টাকা।

প্রকল্পটির এ ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে ‘ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুইটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের পূর্ত কাজের জন্য ২৪১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৩৬৭ কোটি ২৮ লাখ ৪৮ লাখ ৯৫০ টাকা। এখন প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ৩৮১ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ২৪২ টাকা।

অতিরিক্ত সচিব জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুইটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০১-এর পূর্ত কাজ যৌথভাবে রিলায়েবল বিল্ডার্স লিমিটেড, ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডিার্স লিমিটেড এবং রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ২৪১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫৩২ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এমএএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।