আইএফআইসি ব্যাংকে শিশুদের চিত্রাঙ্কন উৎসব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকে কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব। এ বছর অঙ্কনের প্রতিপাদ্য ছিল ‘ছুটির দিনে’।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় আইএফআইসি টাওয়ারে আয়োজন করা হয় এ উৎসবের।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার শতাধিক অংশগ্রহণকারী শিশুর হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।

শিশুদের মধ্যে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে ব্যাংকের সব কর্মীর সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে চিত্রাঙ্কন উৎসব। এই উৎসবে আঁকা শিশু-কিশোরদের ছবি থেকে বাছাই করে তৈরি করা হয় আইএফআইসি ব্যাংকের বাৎসরিক ক্যালেন্ডার।

কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।