আইইবি সভাপতি সবুর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেছেন, আগামীর বিশ্বে টিকে থাকলে হলে প্রকৌশলীদের সুকৌশলী হতে হবে। আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশের দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক চালিকাশক্তি হলো বস্ত্রশিল্প। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আইইবির বস্ত্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে ম্যানমেইড ফাইবার (এমএমএফ) উৎপাদনের সুযোগ- প্রযুক্তি চ্যালেঞ্জ এবং লিঙ্কিং অ্যাকাডেমিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছেই আমাদের অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি অনেক নিরাপদ। আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বস্ত্রশিল্পের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার।

তিনি আরও বলেন, বস্ত্রশিল্প নিয়ে সরকার অনেক সচেতন। এই শিল্প বিকশিত করতে আরও গবেষণা করতে প্রকৌশলীরা এগিয়ে আসবেন। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ অর্জিত হয় তৈরিপোশাক রপ্তানি থেকে। সময়ের পরিক্রমায় প্রতিযোগিতার বাজারে ঠিকে থাকতে হলে প্রতিনিয়ত প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে হয়।

স্বাগত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বস্ত্রখাতের নতুন এ বাজার ধরতে এখনই কটনের পাশাপাশি নন-কটনের তৈরি পণ্য রপ্তানিতে জোর দিতে হবে। এজন্য সরকারের নীতি-সুবিধাসহ এসব রপ্তানি পণ্যের প্রণোদনার প্রয়োজন। তাহলে খুব সহজেই এ বাজারে প্রবেশ করা যাবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগও বাড়বে।

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদ হোসেনের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থান করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন।

আলোচনায় অংশ নেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান (সিআইপি), বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. শাহ আলীমুজ্জামান বেলাল, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন (শিবলু), আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, ঢাকা সেন্টারের সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল, আইইবির কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেছবাহুজামান চন্দনসহ আইইবির নেতৃবৃন্দ।

এসইউজে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।