উৎসবমুখর পরিবেশে চলছে বাপার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে উৎসবমুখর পরিবেশে চলছে প্রক্রিয়াজাত কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এ নির্বাচনে শুরু থেকেই ভোটারদের উপস্থিতি ভালো। এবার নির্বাচনে দুটি প্যানেলে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৩৮ জন। এরমধ্যে দুপুর ১টার মধ্যে ১৫৩ জন ভোটার ভোট দিয়েছেন।

এ নির্বাচন বোর্ডের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ জাগো নিউজকে বলেন, সুষ্ঠুভাবে ভোট কার্যক্রম চলছে। নির্বাচনে দুটি প্যানেলে ১৫ জন করে অংশগ্রহণ করেছেন। রয়েছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। এখন পর্যন্ত কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে

এদিকে, ভোটকেন্দ্রের বাইরে পছন্দের প্রার্থীর ব্যাজ গলায় ঝুলিয়ে প্রচারণা চালাচ্ছেন সমর্থকরা। ভোটার এবং সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লেডিস ক্লাব এলাকা। প্রার্থীরা আগত ভোটারদের কাছে ভোট চাইছেন। আগত ভোটাররাও প্রার্থী এবং নিজ খাতের অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে আড্ডায় মেতেছেন।

এবার দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল দুটি হচ্ছে- এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন বাপা ঐক্য পরিষদ। অন্যটি এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের নেতৃত্বাধীন প্যানেল সর্বজনীন ব্যবসায়ী পরিষদ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট প্রসঙ্গে জানতে চাইলে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জাগো নিউজকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে খুব সুন্দর একটি ভোট হচ্ছে। ঐক্য পরিষদের আমরা এখানে আছি, দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকরা এখানে আছেন। সুষ্ঠুভাবে সবাই নিজেদের প্রচারণা করছেন। একটি বাণিজ্য সংগঠনের ভোট যেভাবে সুষ্ঠু আশা করা যায়, তেমনি হচ্ছে।

সর্বজনীন ব্যবসায়ী পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ অটো-বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, এই সংগঠনটির নেতৃত্ব ভোটের মাধ্যমে নির্ধারিত হোক সেটাই আমরা সবসময় চেয়েছি। দীর্ঘদিন পর সংগঠনটির ভোট হচ্ছে। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হয়েছে।

ভোট দিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিরিন ফুডের কর্ণধার মোস্তাক আহমেদ জাগো নিউজকে বলেন, আনন্দ-উৎসবের মধ্যে চলছে ভোট। সবকিছু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে আমরা আনন্দিত।

ভোটের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ। নির্বাচন বোর্ডের সদস্য উপসচিব সোহেল রহমান এবং সেলিম হোসেন।

এনএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।