অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রি সেতু নির্মাণে চুক্তি সই


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর উপর অষ্টম বাংলাদেশ চীন মৈত্রি সেতুতে অর্থায়ন করবে চীন সরকার। এ লক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক এবং চীন সরকারের পক্ষে ঢাকাস্থ চীন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর ওয়াং জিজিয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, পিরোজপুর জেলার বিকুটিয়া নামক স্থানে সেতুটি নির্মান হবে। প্রায় দেড় কিলোমিটার লম্বা এই সেতুটি নির্মান ব্যয় হবে ১ হাজার কোটি টাকা, যার মধ্যে চীন সরকার দেবে ৮’শ কোটি টাকা এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।