বিনিয়োগ সম্প্রসারণ অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নেবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪২ পিএম, ২২ জুলাই ২০২৩

অংশীদারিত্ব জোরদার এবং সম্ভাব্য ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। উভয়পক্ষই পারস্পরিক সুবিধা অর্জনের জন্য সুযোগগুলো খুঁজে বের করা এবং যৌথ সহযোগিতার মাধ্যমে সুযোগগুলো কাজে লাগাতে আগ্রহী।

স্থানীয় সময় শনিবার (২১ জুলাই) সিডনিতে কমনওয়েলথ পার্লামেন্টারি অফিসে অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী, সিনেটর টিম আইরেস, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের মধ্যকার অনুষ্ঠিত বৈঠকে এ ইচ্ছা প্রকাশ হয়।

বৈঠকে তারা সাধারণ বাণিজ্য ইস্যু, বিনিয়োগের সুযোগ এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। তারা অর্থনৈতিক বন্ধনে গতিশীলতা আনতে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানোর উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এলডিসি গ্র্যাজুয়েশন এবং এর সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার বাণিজ্যবিষয়ক সহকারী মন্ত্রী সিনেটর টিম আইরেস আশ্বস্ত করে বলেন, অস্ট্রেলিয়া ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের রপ্তানির জন্য শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার অব্যাহত রাখবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশকে উন্নয়নের পথে সহযোগিতার জন্য বিশেষ করে এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান।

বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে ফারুক হাসান বলেন, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পোশাক রপ্তানি, বিশেষ করে উচ্চমানের ফ্যাশন পণ্যের জন্য একটি প্রতিশ্রুতিশীল বাজার হিসেবে বিবেচনা করে।

তিনি বাংলাদেশের পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে অস্ট্রেলিয়া থেকে তুলা ও উলের আমদানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন এবং এ বিষয়ে অস্ট্রেলিয়ার তুলা, উলের মতো কাঁচামাল রপ্তানিকারক, বাংলাদেশে আমদানিকারক ও উৎপাদনকারীদের মধ্যে শিল্প সংযোগ বাড়ানোর ওপর জোর দেন।

বিজিএমইএ সভাপতি অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং ফ্যাশন ইনস্টিটিউটগুলোর সহযোগিতায় টেক্সটাইল, পোশাক, ফ্যাশন, ডিজাইন এবং ব্যবসার ক্ষেত্রে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

ইএআর/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।