বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করবে বিডা ও বিজপ্রো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১১ জুলাই ২০২৩

বিদেশি বিনিয়োগ আকর্ষণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিজপ্রো লিমিটেড। এ লক্ষ্যে মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিডা সম্মেলনকক্ষে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকে বিডার পক্ষে সই করেন নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন ও বিজপ্রো লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সালেহ।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, করোনা মহামারির পরে বিশ্বে এখন চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, যার ফলে বিশ্বের অধিকাংশ দেশে বিনিয়োগ কমেছে। শুরু হয়েছে অর্থনৈতিক মন্দার পরিবেশ। কিন্তু এ অর্থনৈতিক দুর্যোগের মধ্যেও গত বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে এসেছে রেকর্ডসংখ্যক বৈদেশিক বিনিয়োগ। যার পরিমাণ প্রায় ৩ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এর কারণ হচ্ছে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন।

তিনি বলেন, গত ১৫ বছর আগের পরিবেশের সঙ্গে তুলনা করলে আমাদের উন্নয়ন বিস্ময়কর। এজন্য বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগের অন্যতম ঠিকানা। দ্রুত সময়ের মধ্যে আমাদের পায়রা বন্দর আমদানি-রপ্তানির জন্য উন্মুক্ত হবে, যার ফলে দেশের বাণিজ্য অনেকাংশে বৃদ্ধি পাবে। আমাদের দু-চারটা সেক্টরের ওপরে নির্ভরশীল হলে চলবে না, আমাদের রপ্তানিও বাড়াতে হবে।

বিজপ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সালেহ বলেন, এক সময়ে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ খুবই কম আসতো। কিন্ত এক যুগ ধরে বর্তমান সরকারের উদার বিনিয়োগনীতি, অবকাঠামো উন্নয়ন, যুগোপযোগী বিনিয়োগ পলিসি ও স্মার্ট সেবার ফলে বাংলাদেশে বিনিয়োগের অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। দিন দিন বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এ বৈশ্বিক মন্দার মধ্যেও গত অর্থবছরে ২০ শতাংশের ওপরে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। যা সামনের বছরগুলোতে আরও বেশি বৃদ্ধি পাবে। তাই বাংলাদেশের উন্নয়নে এফডিআই আকর্ষণের জন্য বিজপ্রো সহযোগী হিসবে কাজ করতে চায়।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, বিজপ্রো মূলত দেশভিত্তিক বিনিয়োগ সম্ভাবনা গবেষণার বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইডার হিসেবে কাজ করে। এ সমঝোতা স্মারক সইয়ের ফলে এফডিআই আকর্ষণের জন্য বিডা ও বিজপ্রো সম্মিলিতভাবে দেশে বেসরকারি খাতের বিনিয়োগ প্রতিবন্ধকতা দূর, বিদেশি বিনিয়োগকারীদের সঠিক গাইডলাইন প্রদান, বিভিন্ন সেক্টরে বিনিয়োগের সম্ভাবনা উন্মোচন ও এক-অপরের কারিগরি সহায়ক হিসেবে কাজ করবে।

এসএম/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।