কাঁচা মরিচের দাম বেশি রাখায় ১১৮ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৪ জুলাই ২০২৩

কাঁচা মরিচের দাম বেশি রাখায় ১১৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের মোট ছয় লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য তদারকির জন্য সারাদেশে ৪৪টি বাজারে অভিযান চালায় অধিদপ্তর। সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে এ অভিযান চলে।

আরও পড়ুন: একদিন পরই ফের বাড়লো কাঁচা মরিচের দাম

এরমধ্যে রাজধানীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার, পলাশী, হাতিরপুল কাঁচাবাজার এবং নিউমার্কেট এলাকায় মরিচের বিক্রয় ও ক্রয়মূল্য যাচাই করা হয়।

ঢাকা মহানগরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের তিনটি টিম। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: আমদানির পরদিনই ২০০ টাকায় নামলো কাঁচা মরিচ

কাঁচা মরিচের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনো ঘাটতি নেই এবং মরিচের দাম ধীরে ধীরে কমে আসবে।

এদিকে আমদানির খবরে সোমবার থেকে কাঁচা মরিচের দাম কমতে শুরু করে। তখন দাম নামে ২০০ টাকার ঘরে। এরপর আজ (মঙ্গলবার) আবারও দাম বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩৬০ টাকা কেজি দরে।

এনএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।