টেস্টি ট্রিট হবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ডানকিন ডোনাটস, ম্যাকডোনাল্ডসের মতো টেস্টি ট্রিটও আন্তর্জাতিক ব্র্যান্ড হবে। আমরা চাই বাংলাদেশের টেস্টি ট্রিট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে। বিশ্বের বিভিন্ন শহরে টেস্টি ট্রিটের শোরুম হোক।
মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ এর শোরুম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল ও টেস্টি ট্রিটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিলসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোরুমটিতে তৃতীয় লিঙ্গের দুইজন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন>> এনবিআর ভবনে টেস্টি ট্রিট
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলেন, তৃতীয় লিঙ্গের লোকজন মেইনস্ট্রিমে বিভিন্ন ধরনের কাজ করছেন। অনেক জায়গায় চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আপনারা যারা চাকরি করতে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার আলোকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো।
প্রাণ-আরএফএল এর চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ একটা সুন্দর দেশ। এ সুন্দর দেশকে আরও সুন্দর করার জন্য টেস্টি ট্রিটের মতো আউটলেটকে এগিয়ে আসার দরকার। সবার কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, বাংলাদেশে কেএফসি, ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি আনার চেষ্টা করলাম। কিন্তু ওনারা বললেন অনেক ডলার লাগবে। লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে। আমরা চিন্তা করলাম নিজেরা কেন নয়। চিন্তা করলাম বাঙালিরা যে খাবার পছন্দ করে তা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দিলে আমরা ভালো থাকবো। এ চিন্তা থেকেই কাজ শুরু করলাম।
আগামীতে টেস্টি ট্রিটের হাজারো শোরুম হবে উল্লেখ করে তিনি বলেন, বাসায় যে দামে খাবার খেতে পারেন, তার চেয়েও কম দামে আমরা খাবার দিতে পারি। সুলভ মূল্যে আমরা লাঞ্চ (দুপুরের খাবার) দেবো।
তিনি বলেন, বেশি বিত্তবানদের জন্য আমাদের বাংলাদেশ না। এ দেশ সবার জন্য। এ সুন্দর দেশকে আরও সুন্দর করার জন্যই টেস্টি ট্রিট।
এসএম/এমএএইচ/এমএস