এনবিআর ভবনে টেস্টি ট্রিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৩ জুন ২০২৩

প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে একটি আউটলেট চালু করেছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে আউটলেট উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল ও টেস্টি ট্রিটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিলসহ জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ আউটলেটের বিশেষত্ব হলো- এটি তৃতীয় লিঙ্গের ব্যক্তি দ্বারা পরিচালিত হবে। এজন্য প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে এ জনগোষ্ঠীর আরও লোকজনকে গ্রুপের বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, শুধুমাত্র বাংলাদেশই নয়, টেস্টি ট্রিট গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করি।

আহসান খান চৌধুরী বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ ভোক্তাদের দোরগোড়ায় সুলভমূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দিতে বিভিন্ন ধরনের রিটেইল শো-রুম চালু করছে। এতে প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি, সব জনগোষ্ঠীর লোককে কর্মসংস্থানের সুযোগ দিতে পারলে আগামী দিনে দেশ আরও এগিয়ে যাবে।

জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ বিভিন্ন ধরনের কেক, পেস্টি, কুকিজ, বিস্কুট, ডেজার্ট, মিষ্টান্ন ও বেকারি পণ্যের জন্য ব্যাপক জনপ্রিয়। খাদ্যপ্রেমীদের কাছে জনপ্রিয় হওয়ার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টেস্টি ট্রিটের ৩২০টি শো-রুম চালু রয়েছে।

এসএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।