মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৭ জুন ২০২৩

মাস্টারকার্ড হোল্ডারদের জন্য আসন্ন ‘ক্রিকেট বিশ্বকাপ-২০২৩’ উদযাপনের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে আকর্ষণীয় ‘স্পেন্ড অ্যান্ড উইন’ চালুর কথা ঘোষণা করা হয়েছে । ‘ফ্রি হিট টু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’ শীর্ষক এই ক্যাম্পেইন চলাকালে মাস্টারকার্ড হোল্ডার সর্বোচ্চ দুই ব্যবহারকারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সুযোগ পাবেন।

এছাড়া, পরবর্তী দশজন বিজয়ী এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলোও সরাসরি উপভোগ করতে পারবেন। অন্যান্য বিজয়ীদের দেওয়া হবে চমকপ্রদ সব পুরস্কার।

‘ফ্রি হিট টু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’ শিরোনামের এ ক্যাম্পেইন গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত এবং এই ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড হোল্ডাররা দেশের অভ্যন্তরে ও বিদেশে খুচরা কেনাকাটায় পুরস্কার জিতে নেবার মাধ্যমে উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে পারবেন।

ঈদুল আজহা উপলক্ষে ক্রেতারা এখন কেনাকাটার প্রস্তুতি নিচ্ছে এবং মাস্টার কার্ড তাদের ডিজিটাল পেমেন্ট করতে উৎসাহিত করছে, যাতে মাস্টার কার্ড হোল্ডাররা পুরস্কার জিতে নেবার মাধ্যমে অসাধারণ শপিং অভিজ্ঞতা লাভ করতে পারেন।

এই ক্যাম্পেইন চলাকালে যেসব মাস্টারকার্ড কার্ডহোল্ডার এক হাজার টাকা বা ২৫ মার্কিন ডলার অথবা তার চেয়ে বেশি মূল্যের চারটি লেনদেন করবেন, তারা ক্রিকেট বিশ্বকাপ এর ফাইনাল ম্যাচের টিকিটসহ অন্যান্য বিশেষ পুরস্কার জেতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এছাড়া আসন্ন ঈদ-উল-আযহা’য় ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ কর্মসূচিকে আরো উৎসাহিত করতে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের দিচ্ছে মাস্টারকর্ডের ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড ব্যবহারের মাধ্যমে কোরবানির পশু ক্রয়ে ৪ পয়েন্ট অর্জনের সুযোগ।

ক্যাম্পেইন শেষ হওয়ার পরে এতে অংশগ্রহণকারীদের পাওয়া পয়েন্টের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই জন অংশগ্রহণকারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখার সুযোগ পাবেন। অন্যান্য বিজয়ীদের ইলেকট্রনিক গ্যাজেট, লাইফস্টাইল প্রোডাক্টসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। দেশে ১৮টি ব্যাংক পার্টনারের সঙ্গে ইস্যু করা সব মাস্টারকার্ড ব্যবহারকারী এই ক্যাম্পেইনের আওতায় থাকবেন ।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এ বলেন, মাস্টারকার্ড হোল্ডারদের বিভিন্ন সেবার মাধ্যমে ‘প্রাইসলেস এক্সপেরিয়েন্স’ প্রদানে চেষ্টা করে যাচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে মাস্টারকার্ড হোল্ডাররা ঈদের উৎসবমুখর আয়োজনে নিরাপদ ও নির্বিঘ্ন কেনাকাটার অভিজ্ঞতার পাশাপাশি প্রতিটি লেনদেনে-ই তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এবারের ক্রিকেট বিশ্বকাপ কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ায়- এই ক্যাম্পেইন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সময়ে ক্রিকেটপ্রেমীদের বাংলাদেশ দলকে নিয়ে মেতে উঠার উপলক্ষ তৈরি করবে।’

এমএইআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।