যেসব এলাকায় বৃহস্পতিবার ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২২ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ মে) সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও সব শাখা বন্ধ থাকবে। একইদিন তিন উপজেলাসহ সাত ইউনিয়ন পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, তিন উপজেলা পরিষদ ও সাত ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ২৫ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ শাখা/উপশাখা বন্ধ থাকবে।

ইএআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।