আলু রপ্তানিতে নগদ সহায়তা পেতে শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১১ মে ২০২৩
ফাইল ছবি

আলু রপ্তানিতে নগদ সহায়তার জন্য এতদিন বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র লাগতো। তবে এ বিষয়ে আদালতে রিটের কারণে সৃষ্ট জটিলতা নিরসন ও নগদ সহায়তা অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রত্যয়ন সনদপত্র থাকলেই আলু রপ্তানি খাতে নগদ সহায়তা পাবেন রপ্তানিকারক।

বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলু রপ্তানি খাতে নগদ সহায়তা অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দাখিল সংক্রান্ত রিট পিটিশন নম্বর ৩১৫৬/২০২০ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০১৯ সালের ২০ অক্টোবরের সংযোজনী- ক অনুসারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত বহাল থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ইএআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।