বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৮ মার্চ ২০১৬

২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না বলে ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আইসিবি ইসলামিক ব্যাংক।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শেষ হওয়া অর্থবছরে আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা, শেয়ারপ্রতি দায় ১৪ টাকা ৭০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।

ডিএসইর তথ্য মতে, ব্যাংকটি ২০০০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করেনি। ‘জেড’ ক্যাটাগরির এই ব্যাংকটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।