চারটি গ্রিড সাবস্টেশন নির্মাণে পিজিসিবির চুক্তি সই


প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৮ মার্চ ২০১৬

বিদ্যুতের জাতীয় গ্রিড শক্তিশালী করতে চারটি নতুন গ্রিড সাবস্টেশন নির্মাণ করতে যাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)।

মঙ্গলবার পিজিসিবির প্রধান কার্যালয়ে দেশীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এবং কোরিয়ার দাইউ ইন্টারন্যাশনাল কর্পোরেশন যৌথ কনসোর্টিয়াম এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে বলা হয়, আগামী দুই বছরের মধ্যে ভালুকা, ময়মনসিংহ, বারইয়ার হাট (মিরসরাই, চট্টগ্রাম) এবং রামগঞ্জে (লক্ষীপুর) ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন সাব-স্টেশন নির্মাণ করা হবে। এই নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৩০ লাখ টাকা এবং দাতা সংস্থা ‘জাইকা’ এ কাজে অর্থায়ন করছে।

চুক্তিতে পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং এনার্জিপ্যাক-দাইউ কনসোর্টিয়ামের পক্ষে এস এম আমিনুল হক স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী ২৪ মাসের মধ্যে গ্রিড সাব-স্টেশনসমূহের নির্মাণকাজ সম্পন্ন করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে এনার্জিপ্যাক-দাইউ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (ওঅ্যান্ডএম) মো. এমদাদুল ইসলাম, এনপিটিএনডি প্রকল্প পরিচালক মাহবুব আহমেদ, এনার্জিপ্যাক এর প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলম এবং দাইউ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জু-ইল জিওন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।