রপ্তানি সহায়ক তহবিলের ঋণ পেতে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রম বেগবান রাখতে চলতি বছরের শুরুতে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। কোভিড পরবর্তী ও রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি মোকাবিলায় এ তহবিল গঠন করা হয়। রপ্তানি সহায়ক এ তহবিল থেকে প্রাক-অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে রপ্তানিকারকদের। তবে তহবিল থেকে ঋণ পেতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে ঋণ সুবিধা গ্রহণকারী কোনো গ্রাহকের নির্ধারিত রপ্তানির বিপরীতে রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত (ওভারডিউ এক্সপোর্ট বিল) থাকলে তিনি এ তহবিলের আওতায় নতুন করে আর কোনো ঋণ সুবিধা পাবেন না।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর নির্দেশনাটি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক অবস্থার বিপরীতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ধারা অব্যাহত রাখতে একটি রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল বা ইএফপিএফ (এক্সপোর্ট প্রি-ফাইন্যান্স ফান্ড) পরিচালনার জন্য অনুসরণীয় নীতিমালা জারি করা হয়। ওই নীতিমালার ৮(ঘ) অনুচ্ছেদে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে ঋণ সুবিধা গ্রহণকারী কোনো গ্রাহক নির্ধারিত রপ্তানির বিপরীতে রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত (ওভারডিউ এক্সপোর্ট বিল) থাকলে সংশ্লিষ্ট রপ্তানিকারক এ তহবিলের আওতায় নতুনভাবে আর কোনো ঋণ সুবিধা পাবেন না।

তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্ণিত ঋণ সুবিধা গ্রহণের জন্য ইচ্ছুক গ্রাহক প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা একই গ্রুপভুক্ত ব্যক্তি/প্রতিষ্ঠান/কোম্পানির অনুকূলে ইডিএফ (এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড) থেকে ঋণ সুবিধা গ্রহণের পর ওই রপ্তানিকারককে রপ্তানিমূল্য প্রত্যাবাসিত না হওয়া সত্ত্বেও এ বিভাগ থেকে জারি করা সার্কুলারের মাধ্যমে গঠিত রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

এখন থেকে এই নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, যদি কোনো রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি আদেশের বিপরীতে ইডিএফ অথবা ইএফপিএফ থেকে ঋণ সুবিধা গ্রহণের পর রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট রপ্তানিকারকের পাশাপাশি তার স্বার্থসংশ্লিষ্ট বা একই গ্রুপভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নতুন রপ্তানি আদেশের বিপরীতে ইএফপিএফ থেকে কোনো ঋণসুবিধা পাবেন না। সার্কুলারে বর্ণিত অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইএআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।