‘সংকট নিয়ে আশঙ্কাবাদীদের কথা সত্য নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৯ এপ্রিল ২০২৩

‘বাংলাদেশে সংকট নিয়ে আশঙ্কাবদীদের কথা সত্য নয়। কেননা অনেকেই বলেছিল আমরা শ্রীলঙ্কা হয়ে যাবো, কিন্তু সেটাতো হয়নি। এখনও অর্থনৈতিক সূচকগুলো ভালোর দিকে যাচ্ছে। আমরা অনেক সময় আশঙ্কাবাদীদের দ্বারা প্রভাবিত হই, এটা ঠিক নয়।’

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আলোচনা ও ইফতার মাহফিরে বক্তারা এ কথা বলেন।

ডিজেএফবি’র সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, আব্দুল বাকী, একেএম ফজলুল হক।

সংগঠনের সাধারণ সম্পাদক সাহোনেওয়ার সহীদ শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডিজেএফবি’র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মফিজুল সাদিক।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা উন্নয়নের অন্যতম সহযোগী। তারা ভালোমন্দ তুলে ধরে আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন। ফলে আমরা অনেকসময় শুধরে নিতে পারি। দেশ এগিয়ে যাচ্ছে, গণমাধ্যমও এগিয়ে যাচ্ছে। এখন সাংবাদিকতা অনেক উন্নত হয়েছে। তবে দেশের প্রয়োজনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।’

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই টিকে থাকবে। অপসাংবাদিকতা সাময়িক হইচই ফেলতে পারলেও স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। অর্থনৈতিক সংকট থেকে আমরা বেরিয়ে আসছি। এখন গুরুত্বপূর্ণ সূচকগুলো অনেক ভালো অবস্থানে আছে। সুতরাং আমাদের আশঙ্কার কোনো কারণ নেই। আমরা আশঙ্কাবাদীদের দলে নই।’

বক্তারা বলেন, ‘পেশাদারত্বের জায়গা ধরে রেখে এগিয়ে যাচ্ছে ডিজেএফবি। তবে ভাবতে হবে সমালোচনাটা যেন অন্যদিকে না যায়। যেকোনো সমালোচনাই যেন গঠনমূলক হয়। দেশের জন্য আমরা যেমন কাজ করছি, আপনারাও (সাংবাদিকরা) করছেন। সবার উদ্দেশ্য যদি হয় দেশকে এগিয়ে নেওয়া, তাহলে কোনো সমস্যা থাকে না।’

এমওএস/ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।