অনুন্নত টয়লেট ব্যবহার করে ৭ শতাংশ পরিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৩
ঢাকায় দেখা মেলে এমন চকচকে পাবলিক টয়লেটের, ফাইল ছবি

দেশে এখনো ৬ দশমিক ৯৯ শতাংশ পরিবার অনুন্নত টয়লেট ব্যবহার করে। বিপরীতে দেশের মোট খানার (পরিবার) ৯২ দশমিক ৩২ শতাংশ ব্যবহার করে উন্নত টয়লেট।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খানার আয় ব্যয় জরিপ ২০২২’-এর ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় পরিচালিত হয় এই জরিপ। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রয়েছে। এই ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।

জরিপ পরিচালনার সময়কাল ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২। অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন: দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৪ শতাংশ 

জরিপে দেখা গেছে, ০ দশমিক ৬৯ শতাংশ খানা উন্মুক্ত স্থানে মলত্যাগ করে অর্থাৎ তাদের সুনির্দিষ্ট কোনো টয়লেট সুবিধা নেই। পল্লি এলাকায় ৯০ দশমিক ৯১ শতাংশ পরিবার উন্নত টয়লেট সুবিধার আওতায়, ৮ দশমিক ১২ শতাংশ অনুন্নত টয়লেট ব্যবহার করে। এছাড়া পল্লি এলাকায় ০ দশমিক ৯৭ শতাংশ পরিবার উন্মুক্ত স্থানে টয়লেট করেন।

শহরে ৯৬ দশমিক ৩১ শতাংশ পরিবার উন্নত টয়লেট সুবিধার আওতায়, ৪ দশমিক ৫৯ শতাংশ অনুন্নত টয়লেট সুবিধার আওতায় রয়েছে। শহরে এখনো ০ দশমিক ০৯ শতাংশ পরিবার উন্মুক্ত স্থানে মলত্যাগ করে।

এমওএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।