জনতা ব্যাংকের নতুন এমডি আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৪ এপ্রিল ২০২৩
মো. আব্দুল জব্বার/ ছবি- সংগৃহীত

রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন মো. আব্দুল জব্বার। তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আব্দুল জব্বার গত ২৩ নভেম্বর থেকে কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বে রয়েছেন।

জনতা ব্যাংকের বর্তমান এমডি আব্দুছ ছালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন আব্দুল জব্বার। আব্দুছ ছালাম আজাদ ২০১৭ সাল থেকে ব্যাংকটির এমডির দায়িত্বে আছেন। আগামী ২৯ এপ্রিল তার মেয়াদ শেষ হচ্ছে।

আব্দুল জব্বার ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। বিশেষায়িত কৃষি ব্যাংকের এমডি হওয়ার আগে তিনি জনতা ব্যাংকের ডিএমডি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন আব্দুল জব্বার। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি।

ইএআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।