ফেব্রুয়ারিতে রফতানি প্রবৃদ্ধি ১৩ দশমিক ৬ শতাংশ


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৬ মার্চ ২০১৬

চলতি ২০১৫-১৬ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ। গত জানুয়ারি মাসের তুলনায় এই প্রবৃদ্ধি হয়েছে। তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের পণ্য রফতানি আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। এই আয় গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে অর্জিত ২ হাজার ৩১ কোটি ১৭ লাখ ডলারের চেয়ে ৮ দশমিক ৯২ শতাংশ বেশি।

রোববার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে রফতানি আয়ের লক্ষ্য মাত্রা ছিল ২ হাজার ১৬১ কোটি ৫০ লাখ ডলার। আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ ডলার। তার মানে, লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৫ শতাংশ বেশি আয় হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, মোট পণ্য রফতানি ৮১ দশমিক ৯৩ শতাংশ আয় হয়েছে তৈরি পোশাক খাত থেকে। অর্থের হিসাবে তা ১ হাজার ৮১২ কোটি ৭৬ লাখ ডলার। এর মধ্যে নিট পোশাক থেকে এসেছে ৮৬৪ কোটি এবং ওভেন পোশাক থেকে এসেছে ৯৪৮ কোটি ডলার। আর পোশাক খাতের এই মোট আয় গত অর্থবছরের একই সময়ে অর্জিত ১ হাজার ৬৫৫ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৪৭ শতাংশ বেশি।

এদিকে শুধু ফেব্রুয়ারি মাসে ২৮৫ কোটি ডলারের পণ্য রফতনি আয় হয়েছে। এই আয় গত বছরের ফেব্রুয়ারিতে অর্জিত ২৫১ কোটি ডলারের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

এসএ/আরএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।