জামালপুর জেলার সড়ক ঢেলে সাজাতে ব্যয় ১ হাজার ১২৫ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৭ এপ্রিল ২০২৩
ছবি: মো. নাসিম উদ্দিন

জামালপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নে ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয় করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশন থেকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পটির উদ্দেশ্য হলো প্রকল্প এলাকার সড়ক উন্নয়নের মাধ্যমে কৃষি/অকৃষি অর্থনীতির সঞ্চালন, গ্রামীণ জনগণের জন্য গ্রাম, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা-প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারি প্রতিষ্ঠানে যাতায়াত সুবিধা বৃদ্ধি। এর মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং শহরের সুবিধা গ্রাম পর্যন্ত সম্প্রসারণ (গ) স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান সৃষ্টি।

আরও পড়ুন> জামালপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকল্প এলাকা হচ্ছে জামালপুর জেলার জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ, মাদারগঞ্জ। প্রকল্পটির মেয়াদ ২০২২ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত।

jagonews24

এই প্রকল্পের প্রধান কাজ হচ্ছে, ৪৮১ দশমিক ৮৫ কিলোমিটার সড়ক উন্নয়ন, ৯০৪ মিটার সেতু নির্মাণ, ১০১ দশমিক ৩৯ কিলোমিটার সড়ক পুনর্বাসন, ভূমি অধিগ্রহণ ও অস্থায়ী স্থাপনা নির্মাণ।

আরও পড়ুন> দুর্ভোগের আরেক নাম জামালপুর-সরিষাবাড়ী সড়ক

পরিকল্পনা কমিশন বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালপুর জেলার ৭টি উপজেলায় সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে পরিবহন ব্যয় হ্রাস এবং কৃষি ও অকৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধি পাবে। প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ কাজে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এমওএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।