খেলাপি ঋণ ক্যান্সার : এফবিসিসিআই


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৩ মার্চ ২০১৬

ব্যাংক খাতে খেলাপি ঋণ এক প্রকার ‘ক্যান্সার’। ঋণ খেলাপিরা সুবিধা নিয়ে ভালো ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করছে। তাই ঋণ খেলাপিদের সুবিধা বন্ধসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবি জানিয়েছেন ব্যবসীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এফবিসিসিআইয়ের বৈঠককালে সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ দাবি জানান।  বৈঠকে গভর্নর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মাতলুব আহমাদ বলেন, ব্যাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় ব্যবসায়ীদের উন্নয়নে নানা প্রদক্ষেপ নিয়েছে। যা অনেক কিছুই ব্যবসায়ীরা জানেন না। তাই কেন্দ্রীয় ব্যাংক ও ব্যবসায়ীরা কিভাবে যৌথ কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়।

এসময় ঋণের সুদ হার কমানো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিভিন্ন সহায়তাসহ খেলাপি ঋণ কমনো বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে রফতানি খাতের ব্যবসায়ীদের ঋণ সুবিধা প্রদানের আরও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ব্যবসায়ীরা।

এসময় গভর্নর ব্যবসায়ীদের বিভিন্ন দাবি বিবেচনার আশ্বাস দেন বলে জানান আবদুল মাতলুব আহমাদ।
 
বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, নির্বাহী পরিচালক আখতারুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ এফবিসিসিআইয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।