গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড

বাংলাদেশ ব্যাংক-মিডল্যান্ড ব্যাংক চুক্তি স্বাক্ষর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৯ মার্চ ২০২৩

পাঁচ হাজার কোটি টাকার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সবুজ অনুশীলনের ত্বরান্বিতকরণ এবং রপ্তানিমুখী ও উৎপাদন শিল্পে টেকসই বৃদ্ধির জন্য এ চুক্তি সই করে ব্যাংকটি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থ বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, টেকসই অর্থ বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।