এফবিসিসিআই সভাপতি

বিজনেস সামিট দেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১১ মার্চ ২০২৩
ছবি: পিআইডি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ বিজনেস সামিট ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে। বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এটি। শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ বিজনেস সামিটে আপনাদের উপস্থিতিতে আমি উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি যে, এ ইভেন্টটি ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বাংলাদেশ বিজনেস সামিটে বিভিন্ন ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত থেকে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে নিজেদের অভিমত তুলে ধরেন।

এ বিজনেস সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’রও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি, ভুটানের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী কার্মা দর্জিয়া, বিশ্ব বাণিজ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল জিয়াং চেন জ্যাং, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ।

এদিন দুপুরে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিইটি) সঙ্গে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক সই হয়।

বিজনেস সামিট দেশে নতুন ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করবে

পরে বিকেলে আন্তর্জাতিক বড় কোম্পানি ও বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরিতে আমদানিকারকদের সঙ্গে ‘বিজনেস লিডার্স প্যানেল: বাংলাদেশ দ্য বিগ পিকচার’ শীর্ষক আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের এডিটর এটলার্জ ও বিখ্যাত উপস্থাপক রিচার্ড কোয়েস্ট।

এছাড়া সিএনএনের পক্ষ থেকে ‘সিএনএন ইনসাইটস: দ্য গ্লোবাল মিডিয়া ল্যান্ডস্কেপ অ্যান্ড ভিউ অন বাংলাদেশ’ শীর্ষক সেশনের আয়োজন করা হয়। এরপর ‘বাংলাদেশ গ্রোথ স্টোরি: হোয়াটস দ্য ফিউচার রোডম্যাপ’ শীর্ষক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে আলোচনায় অংশ নেন রিচার্ড কোয়েস্ট।

এফবিসিসিআই এ বিজনেস সামিটটি বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজন করেছে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং দেশে ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

ইএআর/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।