বেসিক ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১১ মার্চ ২০২৩

বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এবার নারী দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এর সঙ্গে সঙ্গতি রেখে রাজধানীতে ব্যাংকের বনানী শাখায় কেক কেটে দিবসটি উদযাপনের মাধ্যমে নারী সহকর্মীদের সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল ও মো. আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক এ এস এম রওশানুল হক, মো. ইসমাইল, মো. মমিনুল হক, উপ-মহাব্যবস্থাপক ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হেলেনা পারভীন, বনানী শাখার ব্যবস্থাপক রাজিয়া খাতুনসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন নির্বাহীরা, নারী কর্মকর্তারা এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা নারী দিবসের প্রেক্ষাপট তুলে ধরে নারীর প্রতি সব বৈষম্য নিরসন করে নারীর অগ্রযাত্রাকে আরও বেগবান করার বিষয়ে আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন বেসিক ব্যাংকের নারী নির্বাহী ও কর্মকর্তারা।

ইএআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।