অটোমোবাইল গ্রাহকদের জন্য প্রিপেইড ভিসা কার্ড আনলো নিটল মটরস
টাটা গাড়ির গ্রাহকদের জন্য নিটল মটরস নিয়ে এলো নতুন সেবা প্রিপেইড ভিসা কার্ড। এর ফলে ক্রেতারা এখন থেকে নিটল মটরসের পেমেন্ট করতে পারবেন সহজেই।
রোববার (১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই কার্ডের মাধ্যমে সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস আউটলেটগুলোতে দ্রুত ও ঝামেলামুক্তভাবে বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। নিটল মটরস এবং দেশের প্রথম সারির ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড যৌথভাবে এই কার্ড সার্ভিস চালু করেছে।
প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই প্রিপেইড ভিসা কার্ড বাজারে আনার উদ্দেশ্য হলো সময়োপযোগী সুবিধা প্রদানের মাধ্যমে ক্রেতাদের জীবনকে সহজ করে তোলা।
প্রিপেইড কার্ড সেবা সম্পর্কে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, জনপ্রিয় ব্যাংক ইবিএল- এর সঙ্গে মিলে টাটার গ্রাহকদের জন্য আনা নতুন এই প্রিপেইড ভিসা কার্ড আমাদের বিক্রয়োত্তর সেবায় একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করছি। নতুন নতুন সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে আমরা দেশের অটোমোবাইলের বাজারে শীর্ষে অবস্থান করছি। গুণগত পণ্য ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিয়ে আমরা ক্রেতাদের কাছে বছরের পর বছর ধরে গ্রহণযোগ্য অবস্থান ধরে রেখেছি।
ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আলী রেজা ইফতেখার বলেন, নিটল নিলয় গ্রুপের মতো একটি শিল্পগোষ্ঠীর সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।
প্রাথমিকভাবে নিটল মটরসের ১২টি সার্ভিস আউটলেট এবং ১৬টি সেলস সেন্টারে এই প্রিপেইড কার্ড ব্যবহারের সুবিধা থাকছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের আরও আউটলেট এই সুবিধার আওতায় আনা হবে। এই কার্ড ব্যবহারের ফলে নগদ টাকা সঙ্গে রাখার অসুবিধা কমে যাবে। পাশাপাশি কার্ডটি ব্যবহার করে টাটার গ্রাহকরা ইস্টার্ন ব্যাংকের কিছু আউটলেটে ডিসকাউন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন।
এসএম/কেএসআর